ঘুমের বড়ি সেবনে মৃত্যুঝুঁকি
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে দুশ্চিন্তা নিরোধক এবং ঘুমের বড়ি মৃত্যুর ঝুঁকি বাড়ায়। বৃটেনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় দেখা যায় দুশ্চিন্তা নিরোধক বা ঘুমের বড়ি মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। ওয়ারউইকের বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার অধ্যাপক স্কট উইচ বলেন, “আমরা সবাই এসব ওষুধ সতর্কতার সঙ্গে সেবন করবো। শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া উল্ল্যেখযোগ্য ও মারাত্মক রকমের হয়ে থাকে। আমারা দুশ্চিন্তা নিরোধক এবং ঘুমের বড়ি সেবন হ্রাস করতে যা কিছু করার সবই করেছি।” তিনি আরো বলেন,...
Posted Under : Health News
Viewed#: 19
আরও দেখুন.

